মাংস ডিম বাড়িয়ে দিবে মৃত্যুর ঝুঁকি!
অতিরিক্ত মাংস, দুধ, ডিম খেলে মৃত্যুর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তা প্রক্রিয়াজাত করেই হোক বা না করেই হোক। শুধু তাই নয়, বেশি পরিমাণে এসব প্রাণীজ আমিষ গ্রহণে শরীর স্থূল হয়ে যায়। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য ওঠে এসেছে।
গবেষণায় বলা হয়, বেশি পরিমাণে প্রাণীজ আমিষ গ্রহণ যেমন যেকোনো প্রকারের মাংস, ডিম বা দুগ্ধজাত খাদ্য মৃত্যুর হার বাড়িয়ে দেয়। তবে এর ভিন্ন চিত্র দেখা গেছে উদ্ভিজ্জ আমিষ গ্রহণে। বিশেষ করে রুটি, পাস্তা, মটরশুঁটি, বাদাম ও শিম জাতীয় খাবার খেলে মৃত্যুর ঝুঁকি কমে যায়।
গবেষণাটির গুরুত্ব তুলে ধরে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের শিক্ষার্থী মিংসিয়াং সঙ বলেন, সু-স্বাস্থ্যে বিভিন্ন আমিষের গুরুত্ব নির্ণয়ে এটি একটি যুগান্তকারী গবেষণা। এর মাধ্যমে শুধু বেশি পরিমাণে প্রাণীজ আমিষ গ্রহণ নয়, বরং কোন কোন প্রাণীজ আমিষ খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে তা নিশ্চিত হওয়া গেছে। মাংস, ডিম, দুধে মৃত্যুর ঝুঁকি বেশি থাকলেও মাছ, মুরগিতে তুলনামূলক কম।
সম্প্রতি গবেষণা নিবন্ধটি জামা জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণাটি শুরু হয় ১৯৮০ সালে। এতে প্রায় ১ লাখ ৭০ হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। গবেষণাকালে ৩৬ হাজার নারী-পুরুষের মৃত্যু পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, ৯ হাজার জন হৃদরোগে মারা যান। আর ১৩ হাজার ক্যান্সারে এবং অন্যান্য রোগে ১৪ হাজার ব্যক্তির মৃত্যু হয়।