বিশ্বকাপের শততম গোল মেসির!
বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জ্বলে উঠতে পারেননি মেসি৷ দুটি ম্যাচেই জয়ের মুখ দেখেনি আর্জেন্টিনা৷ ‘ডি’ গ্রুপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লজ্জার ৩-০ হার মেনে নিয়েছিল নীল-সাদা শিবির। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে ২০০২-এর পর আবার গ্রুপ লিগ থেকে বিশ্বকাপ পর্ব শেষ করে বিদায় নিতে চলেছিল আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে প্রথমার্ধের ১৪ মিনিটে একটি অনবদ্য গোলে দলকে এগিয়ে দেন মেসি। যে গোলটি ২০১৮ বিশ্বকাপের ১০০ নম্বর গোল ছিল।
দুরন্ত মেসিতে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। যার ফলে শেষ ১৬ নিশ্চিত হয় আলবিসেলেস্তাদের।
এর আগে ২০১৪ বিশ্বকাপের শততম গোলটি এসেছিল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের পা থেকে। আর ২০১০ ফুটবল বিশ্বকাপের শততম গোলটি করেছিলেন স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা ইনিয়েস্তা। ২০১৮ বিশ্বকাপে এ পর্যন্ত ১০৫টি গোল হয়েছে।