নাটকীয় জয়ের পর হাসপাতালে ম্যারাডোনা
উত্তরসূরীদের উৎসাহ যোগাতে মাঠে পূর্বসূরী। ১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা শুধু মাঠে নামতে পারেননি আর কোথায় ছিলেন না কিংবদন্তি! মাঠে মেসিদের ভালো খেলার জন্য যেমন উৎসাহ দেন আবার খেলার পরে মুষড়ে পড়েন। হয়তো অতি চাপ নিতে পারেননি কিংবদন্তি।
তাইতো আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর হাসপাতালে নিয়ে যেতে হয়েছে ডিয়েগো ম্যারাডোনাকে। দ্য সান, দ্য ইন্ডেপেন্ডেন্ট-এর খবর অনুযায়ী স্টেডিয়ামেই প্রায় পড়ে গিয়েছিলেন তিনি, তার ‘পালস’ পরীক্ষার পরই অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছে হাসপাতালে।
গ্যালারিতে ম্যাচের পুরোটা সময় জুড়েই বেশ উত্তেজিত ছিলেন ম্যারাডোনা, তার উদযাপন দিয়ে ছিলেন আলোচিতও। ম্যাচ শুরুর আগে এক নাইজেরিয়ান সমর্থকের সঙ্গে নাচছিলেন, মেসির প্রথম গোলের পর উদযাপনও করেছেন বেশ অদ্ভুতভাবে। এমনকি ম্যাচের মাঝে ঘুমিয়ে পড়েছিলেন বলেও দেখা গেছে টেলিভিশনে।
তবে জেতার পর যা করেছেন, তা ছাড়িয়ে গেছে সবকিছুকে। তার বক্স থেকে করেছেন অশ্লীল অঙ্গভঙ্গী। এর আগে এক ম্যাচে বক্সেই ধূমপান করতে দেখা গিয়েছিল তাকে।
পুরোটা সময়ই তাকে সামলিয়ে রাখতে ব্যস্ত ছিলেন তার আশেপাশে থাকা মানুষজন। ম্যাচশেষে তাদের সাহায্য নিয়েই বেরিয়ে যেতে হয়েছে ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে।