কালিগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে বক্তৃতা অনুষ্ঠিত
শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ২০১৮ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড সাতক্ষীরার আয়োজনে ২৭ জুন বেলা ১২টায় উপজেলা অফিসাস কল্যাণ ক্লাবে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিল নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও জ্বালানি সংরক্ষণ। উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ ও স্কুলের ছাত্র ছাত্রীরা এই বক্তৃতা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বক্তৃতা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম, বক্তৃতা প্রতিযোগিতার সদস্য সচিব ও পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আশরাফ মোঃ আবু সালেহ, রোকেয়া মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, কালিগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াজেদ আলী, পল্লী বিদ্যুৎ এর জুনিয়ার ইঞ্জিনিয়ার সুব্রত প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন প্রথম রতনপুর তারকনাথ বিদ্যাপীঠে দশম শ্রেণীর ছাত্র মুশফিকুর রহমান, দ্বিতীয় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র হারুণার রশিদ, তৃতীয় কালিগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী উম্মে আইমান।