মাদকাশক্ত স্বামীর অত্যাচারে অতিষ্ট শ্যামনগরের গৃহবধূ পারভিন আক্তার!
মাদকাশক্ত স্বামীর অত্যাচারে অতিষ্ট হয়ে নিরুপায় হয়ে গৃহবন্দী হয়ে পড়েছে দুই সন্তানের জননী গৃহবধু পারভিন আক্তার । ইয়াবা সেবন করে প্রতিদিন নির্মম ভাবে তাকে নির্যাতন করছে। পারভীন আক্তার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনাকালী রমজাননগর এলাকার জাহিদুর রহমান লাভলুর স্ত্রী ।
সূত্র জানায়, গত ৮ বছর আগে ময়মনসিং জেলার হালুয়াঘাট উপজেলার বিষুমপুর এলাকার আব্বাস আলীর মেয়ে পারভিন আক্তারের সাথে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর সোনাকালী এলাকার মৃত গাজীরয়ার রহমানের ছেলে জাহিদুর রহমান লাভলুর সাথে বিয়ে হয়। বিয়ের বছর পার হতে না হতেই শুরু হয় নির্যাতন। কখনো বা যৌতুকের দাবী করে টাকা না পেয়ে মারপিট শুরু করে। পারভিন আক্তারের পরিবারের সক্ষমতা নেই তার স্বামীর চাহিদা পুরণ করার। এরই মধ্যে একটি মেয়ে ও একটি ছেলে হয়েছে তাদের।
তাদের সংসারে অভাব অনাটনের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। জাহিদুর রহমান লাভলু কাঠ মিস্ত্রীর কাজ করে সংসার চালান। এদিকে গত ২ বছর যাবত প্রতিনিদিন ইয়াবা সেবন করে বাড়িতে ফিরে তার স্ত্রী কে মারপিট ও সন্তানদের সাথে খারাপ ব্যাবহার করে।
পারভিন আক্তার জানান, আমাকে বাঁচান ভাই। নেশা খোঁর স্বামীর নিত্যদিনের অত্যাচারে আমি বেঁচে থেকেও মরে আছি। আমার পিতা গরীব হওয়ায় কোন ব্যবস্থা নিতে পারে না আমার পরিবার। আমার স্বামী কাঠ মিস্ত্রীর কাজ করে কিন্তু বর্তমানে সে এত বেশী মাদকের সাথে জড়িয়ে পড়েছে যে আমার উপরে অমানষিক নির্যাতন করে। আমার প্রতিবাদ করার কোন ক্ষমতা নেই। নেশার কারণে সে ঠিকমত কাজও করে না। আমি বাড়িতে গৃহবন্দী হয়ে পড়ে আছি। আমার ছেলে ও মেয়ে কেউ সে সহ্য করতে পারে না। তাদের সাথে খারাপ ব্যাবহার করে। আমি বর্তমানে হাফিয়ে উঠেছি। আমি অমানুষ স্বামীর হাত থেকে মুক্তি চায়।
এব্যাপারে ভূক্তভোগী পারভিন আক্তার মাদকাশক্ত স্বামীর হাত থেকে রক্ষা পেতে জেলা পুলিশ সুপারের আশু হস্থক্ষেপ কামনা করেছেন।