জনসাধারণের মাঝে মাদক বিরোধী লিফলেট বিতরণ করলেন সাতক্ষীরার এসপি
‘আগে শুনুন: শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ’ ‘মাদককে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা শহরের বিভিন্ন রাস্তায় জনসাধারণের মাঝে মাদক বিরোধী লিফলেট বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। মঙ্গলাবার দুপুর ১২টা হতে শহরের খুলনা রোড মোড় এলাকা হতে মাদক বিরোধী লিফলেট বিতরণের কার্যক্রম শুর হয়। এ সময় তিনি গাড়ীর চালক, যাত্রী, পথচারীদের হাতে মাদক বিরোধী লিফলেট তুলে দেন। এছাড়া তাদেরকে মাদকের ভয়াবহতা সম্পর্কে জানান এবং বিভিন্ন রকম দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মইনউদ্দীন, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোঃ হাশেম আলী, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) শেখ শরীফুল আলম, সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লাকিয়া খানম, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়য়ার হাসান, জুলফিকার আলী, হারান চন্দ্র পাল প্রমূূখ।