এটুকু শরীরে ক্যান্সারের বাসা
বয়স মাত্র ১ বছর ৩ মাস। আর এই ছোট্ট শরীরেই মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে।
যে বয়সের বাচ্চাকে নিয়ে বাবা-মায়ের সুখে-আনন্দে দিনাতিপাত করার কথা, সেই বয়সে আহানাফ আলি তামজিদকে নিয়ে দুশ্চিন্তায় তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন তার বাবা-মা! এই বয়সেই সে কিডনি রোগে আক্রান্ত। যেটি এখন ক্যান্সারে রূপ নিয়েছে বলে জানিয়েছেন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের চিকিৎসকরা।
সে এখন ভারতের চেন্নাই এর এপোলো হাসপাতালে আছে। তার জরুরী সার্জারি হয়েছে কয়েকদিন আগে। প্রথম সার্জারির সময় অনেক রক্তক্ষরণের কারণে সার্জারি পুরোপুরি শেষ করতে পারেননি চিকিৎসকরা। ৯৫ শতাংশ ঝুঁকি নিয়েই ১৯ জুন বাকি সার্জারি করা হয়। এখন কেমোথেরাপি দিয়ে ওকে সুস্থ করতে হবে। যা অনেক ব্যয় সাপেক্ষ।
প্রধানমন্ত্রী ও সমাজের ধনী ব্যক্তিদের কাছে আহানাফের বাবা আকুল আবেদন করে বলেছেন যে, আমি আজ খুব অসহায় একটু আগে আইসিইউতে ছেলেকে দেখতে গেলাম। দেখে বুঝতে পারছি ওর অনেক কষ্ট হছে। এতটুকু বাচ্চা কতকিছু সহ্য করছে। ওর টিউমারটা ক্যান্সার। ডাক্তার ওর সম্পূর্ণ টিউমার বের করতে পারেনি। ওর জন্য অনেক ঝুঁকি হয়ে যাবে তাই। বলেছে কেমোথেরাপি দিয়ে ওকে সুস্থ করতে হবে। অনেক দিন লাগবে। এই রোগটার চিকিৎসা অনেক দামি। সমাজে অনেক বিত্তবান আছে যাদের ওর আজ পাসে অনেক দরকার। আমি বঙ্গবন্ধুর সোনার বাংলার ছেলে এই দাবিতে আমাদের প্রাণ প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করছি দয়া করে আমার নিষ্পাপ ছোটো বাচ্চাটাকে বাঁচাতে এগিয়ে আসুন। ওর চিকিৎসার জন্য সাহায্য করুন। আমি জানিনা যে আমার ছেলের কষ্টের কথা আপনি শুনবেন কিনা আপনার অব্দি পৌঁছাবে কিনা। কিন্তু মন থেকে আল্লাহকে খুঁজলে নাকি আল্লাহ সারা দেন। কিন্তু আপনি তো মানুষ আমাদের দেশের অহংকার গৌরব অপনি গরিব দুঃখীর পাসে থাকেন। আজ এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাকে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনুরোধ করছি আমার ছোট ছেলেটির চিকিৎসার জন্য এগিয়ে আসুন।
উল্লেখ্য, বাবুর পরিবার ভাড়া বাসায় থাকে চট্টগ্রামের অক্সিজেন রোফাবাদে। পাঠাও লিমিটেডের মাঠ কর্মকর্তা হিসেবে চাকরি করছেন সাভার বিকেএসপির সাবেক শিক্ষার্থী বাবু। কাজের ধরন বুঝে মাসিক বেতন পান (১৫ থেকে ২০ হাজার টাকা)। বলতে গেলে বাবা-মা এবং পুরো পরিবারটাই বাবুর আয়ের ওপর নির্ভরশীল। এই অল্প বেতনে পরিবারকে কোনমতে চালিয়ে নিলেও সন্তানের চিকিৎসার ব্যয়ভার বহন করার সামর্থ্য তার নেই।
সাহায্য পাঠাবেন যেভাবে-
UCB Bank
Muradpur Branch
MOJAFFOR HOSSAIN BABU
076-3204-000000062
EBL Bank
Panchlaish Branch
MOHAMMAD MOJAFFUR HOSSIN
0081260133667
My personal number
Bkash number:01825644550
Bkash number:01748236687
বিকাশ নাম্বার পার্সোনাল।
নম্বর : বাবু
(০১৮২৫৬৪৪৫৫০ এবং ০১৭৪৮২৩৬৬৮৭)
আহানাফের বড় আব্বু বিকাশ নাম্বার
০১৮৬৫৪৮৬০৯৫
০১৮৩৫৮৮৭৭১১