শাকিবের আরো দুই
ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের তিনটি ছবি। এগুলো হল, নোয়াখাইল্লা মাইয়্যা চিটাগাইংগা পোলা, সুপার হিরো ও পাঙ্কু জামাই। ছবিগুলোর মধ্যে প্রেক্ষাগৃহ কাঁপিয়েছে ‘সুপার হিরো’।
রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হলে দারুণ ব্যবসা করেছে এ সিনেমাটি। তবে এ ছবির তুলনায় অন্য দুই ছবির ব্যবসা অনেকটাই মন্থর। আপাতত ঈদের ব্যস্ততাও শেষ। এখন নতুন ছবি নিয়েই ভাবছেন ঢাকাই ছবির এ তারকা। একটি ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’, অন্যটি ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’।
আগামীকাল এ দুটি ছবির মহরত হতে যাচ্ছে। ২৬ জুন সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নতুন ছবি দুটির মহরত হবে। ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান বলেন, ‘ক্যাপ্টেন খান ছবিটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়া হবে কি না, এ ঘোষণা মহরত অনুষ্ঠানে পেতে পারেন। এখন সে বিষয়টি নিয়েই ভাবা হচ্ছে।’
এদিকে শাকিব খান বলেন, ‘ডাবিং শেষ করে ২৬ জুন ঢাকায় ফিরব। ওই দিনই ছবির মহরতে অংশ নেওয়ার ইচ্ছা।’ উল্লেখ্য, দুটি ছবিতেই শাকিব খানের নায়িকা বুবলী।