মেসিকে নিয়ে হতাশ, ভালো খেলছেন রোনালদো!
আমি অনেক আগে থেকেই আর্জেন্টিনার সাপোর্টার। বিশেষ করে মেসি আমার পছন্দের খেলোয়াড়। তবে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখে আমি অনেক হতাশ হয়েছি। আর্জেন্টিনার কাছে এমন খেলা আশা করা যায় না। ঠিক এভাবে নিজের আক্ষেপের কথা বললেন অভিনেতা চিত্রনায়ক ফেরদৌস।
তিনি বললেন, ফুটবল খেলা আমি ভীষণ উপভোগ করি। আর বিশ্বকাপ ফুটবল মানেই তো অন্যরকম উন্মাদনা।
এবারে আর্জেন্টিনার খেলা দেখার পর আমার কাছে ডিফেন্ডার, স্ট্রাইকার, গোলকিপার সবই অনেক দুর্বল মনে হয়েছে। আর মেসির খেলায় প্রাণ খুঁজে পাওয়া যায়নি। খেলার শুরু থেকেই তার মুখে হাসি দেখিনি। আর্জেন্টিনার চেয়ে নাইজেরিয়া বেশ ভালো খেলেছে এবার।
বিশেষ করে নাইজেরিয়ার হয়ে আহমেদ মুসা খুব ভালো খেলছে। মঙ্গলবার রাত ১২টায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে ভালোভাবে জিতলে শেষ ষোলোতে জায়গা পাবে দলটি। আমি ম্যাচটি মিস করতে চাই না।
তবে একটা কথা বলতে চাই আর্জেন্টিনা হেরে গেলে এবার নাইজেরিয়াকে সাপোর্ট করবো। কারণ, তাদের শেষ ম্যাচটি দারুণ উপভোগ করেছি এবং সবচেয়ে বড় কথা মুসলিম দেশ নাইজেরিয়া।
এদিকে, রাত ১২টায় ইরানের মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচে পর্তুগালকে আমি এগিয়ে রাখতে চাই। এবার পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো এরইমধ্যে চারটি গোল করেছেন। তিনি এবার বেশ ভালো খেলছেন। আজকের ম্যাচেও গোল করার সম্ভাবনা রয়েছে এই তারকা ফুটবলারের।