বিনেরপোতার ভূমিদস্যু শওকত আলী: পর্ব ২ : সরকারি জমি চলে যাচ্ছে শওকত আলীর পেটে!
ইটভাটা, মাছের আড়ৎ, একেরপর এক সরকারি জমি দখল থেকে শুরু করে এমন কোন আকাম নেই নেই যা করছেন না সদরের খেজুরডাঙ্গা গ্রামের মৃত আলহাজ্ব তকুর সরদারের ছেলে ভূমিদস্যু শওকত আলী(৫৫)। বিএনপি ও জামায়াতের অর্থদাতা হলেও টাকার জোরে ক্ষমতাশীল দলের কিছু নেতার ছত্রছায়ায় থেকে তিনি লাবসা ইউনিয়নের সরকারি জমিগুলো একর পর এক দখল করা শুরু করেছেন। বেতনা নদী এবং আশপাশের সরকারি জমি এখন শওকত আলীর পৈত্রিক সম্পত্তিতে পরিণত হয়েছে।
খোজ নিেেয় জানা যায়, লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা গ্রামে বেতনা নদী থেকে র্দীর্ঘ দিন ধরে ড্রেজার দিয়ে মাটি তুলছেন শওকত আলী। নিজের ভাটার জন্য বেতনা নদী হতে মাটি তুলতে তুলতে দৃষ্টি পড়ে সরকারি রাস্তার দিকে। খেজুরডাঙ্গা আর কে নাথ হাইস্কুলের উত্তর-পূর্ব দিকের বেলেপাড়ার রাস্তার প্রায় চার ফুট চওড়া করে রাস্তার প্রায় ৫০ ফুট মাটি কেটে নিজের ইটভাটায় নিয়ে গেছেন শওকত আলী ।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্থানের পাশে বসবাসরত অনেকেই বলেন, মাটি কাটার সময় আমরা বাধা দিয়েছিলাম। শওকত আালী তখন আমাদের বলেছিলেন, ‘আমার জমি থেকে আমি মাটি তুলছি তোমাদের কী?
পরে চেয়ারম্যান ও মেম্বারকে জানালে তারা প্রথমে প্রতিবাদ করলেও পরে আর কোন ব্যবস্থা গ্রহণ করেননি। বর্ষা মৌসুম যত কাছে আসছে ততই আমাদের ভীতি বৃদ্ধি পাচ্ছে। কখন না জানি রাস্তা ভেঙে আমাদের বাড়ীঘর নদীতে প্লাবিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন বলেন, বিষয়টি আমার নলেজে নেই। আমি এখনই নায়েবকে ওখানে পাঠাচ্ছি। এমন ঘটনা কেউ ঘটালে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।