বিকল্প পদ্ধতির চিকিৎসা

কতোটা বিজ্ঞানসম্মত, তা নিয়ে থাকতে পারে বিতর্ক৷ কিন্তু অ্যালোপ্যাথির বাইরেও চিকিৎসার বেশ কিছু ধারা এখনও বিশ্বজুড়ে জনপ্রিয়৷ এর কয়েকটি থাকছে আজকের ছবিঘরে৷

হোমিওপ্যাথি

বিকল্প চিকিৎসাপদ্ধতির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হোমিওপ্যাথি৷ ১৭৯৬ সালে এর উদ্ভাবন করেন স্যামুয়েল হানেমান৷ রোগীকে অল্প ওষুধ দিয়ে সুস্থ করে তোলাই হোমিওপ্যাথির মূলমন্ত্র৷ তবে চিকিৎসক ও ওষুধপ্রস্তুতকারীরা হোমিওপ্যাথিকে নিজেদের স্বার্থের পরিপন্থী মনে করে হানেমানের বিরুদ্ধাচরণ শুরু করেন৷ চাপ সহ্য করতে না পেরে জার্মানি ছেড়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে চলে যান হানেমান৷ সেখানেই তিনি ১৮৪৩ সালে মারা যান তিনি৷

আয়ুর্বেদ

ভেষজ বা উদ্ভিদের মাধ্যমে এক ধরনের চিকিত্‍সা পদ্ধতি নাম আয়ুর্বেদ৷ ধারণা করা হয়, এই চিকিত্‍সাপদ্ধতি প্রায় ৫০০০ বছরের পুরনো৷ সনাতন ধর্মাবলম্বীদের আদি ধর্মগ্রন্থ বেদ-এর একটি ভাগ আয়ুর্বেদ৷ ভারতীয় উপমহাদেশে এখনও এই চিকিত্‍সাপদ্ধতি বেশ জনপ্রিয়৷ পার্শ্বপ্রতিক্রিয়া কম থাকায় উন্নত বিশ্বের বিভিন্ন দেশের অনেকে আকৃষ্ট হচ্ছে এই পদ্ধতির দিকে৷

আকুপাংচার

চীনের একটি প্রাচীন চিকিৎসাপদ্ধতি আকুপাংচার৷ এই পদ্ধতিতে শরীরের বিভিন্ন জায়গায় সুঁচ ফুটিয়ে রোগের চিকিৎসা দেয়া হয়৷ যেকোন জটিল রোগ এই পদ্ধতিতে সারিয়ে তোলা সম্ভব বলে দাবি আকুপাংচার চিকিৎসকদের৷

অস্টেওপ্যাথি

এই পদ্ধতিতে হাতের মাধ্যমে শরীরের হাড় ও পেশিতে নানা ধরনের চাপ প্রয়োগের মাধ্যমে রোগের চিকিৎসা দেয়া হয়৷ ঘাড়, কাঁধ, হাত-পা ও মেরুদণ্ডের ব্যাথায় বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে এই পদ্ধতি৷ তবে বিজ্ঞানীদের মতে, অস্টেওপ্যাথদের দাবি যাই হোক, হাড় ও পেশির সাথে সম্পর্ক নেই এমন রোগ, যেমন মাইগ্রেন, পেটের সমস্যা, বিষণ্ণতা কাটিয়ে উঠতে এই পদ্ধতি কোন ভূমিকা রাখতে পারে না৷

ফেইথ হিলিং

বিজ্ঞানীরা এটিকে কোন চিকিৎসাপদ্ধতি হিসেবেই মানতে নারাজ৷ এই পদ্ধতিতে ধর্মীয় বা অতিপ্রাকৃতিক বিশ্বাসে ভর করে রোগ সারানোর প্রতিশ্রুতি দেন চিকিৎসকরা৷ আধুনিক সমাজে এর প্রচলন অনেকটা উঠে গেলেও পিছিয়ে পড়া সমাজে এখনও এর বিস্তার অনেক৷ পানি পড়া, তাবিজ, বা নানা ধর্মীয় অনুষ্ঠানে এখনও এর প্রভাব দেখা যায়৷

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)