স্টেডিয়ামে মারামারি, আর্জেন্টিনার ৭ নাগরিক আটক
রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের পর ক্রোয়েশিয়া সমর্থকদের সঙ্গে মারামারি করার অভিযোগে সাত আর্জেন্টাইন নাগরিককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ জুন) নিঝনি নভগোরদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচচলাকালে এ ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এর আগে শুক্রবার বলেছিল, তারা বৃহস্পতিবার নিজনি নোভোগোরোদে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার মধ্যকার খেলা চলাকালে মারামারি করতে দেখা যাওয়া আর্জেন্টাইন সমর্থকদের চিহ্নিত করার চেষ্টা করছে।
বিশ্বকাপ আয়োজক কমিটির মুখমাত্র রয়টার্সকে পাঠানো এক লিখিত বিবৃতিতে বলেছে, স্থানীয় আয়োজক কমিটির দেয়া তথ্যমতে, ওই ঘটনায় সাত আর্জেন্টাইন নাগরিককে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, স্থানীয় আইন অনুযায়ী বিচার বিভাগই তার বিষয়ে ব্যবস্থা নেবে।
ওই ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে যায় গত বিশ্বকাপের রানার আপ আর্জেন্টিনা।