শ্যামনগরে ভয়াবহ নদী ভাঙ্গন । এলাকার মানুষ আতঙ্কে
শ্যামনগরের দাতিনাখালীর ৫নং পোল্ডারের চুনার নদীর বেড়ীবাঁধ ভাঙ্গন মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমানে বেড়ীবাঁধের দুই তৃতীয়াংশ নদীতে চলে গেছে বাকী টুকু ফাটল নিয়েছে। সামনের বড় জুয়ারে এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। এছাড়া জুয়েলের কাঁকড়া হ্যাচারির সামনে দেওয়া রিং বাঁধ ছিদ্র হয়ে ভিতরে লোনা পানি ঢুকছে। অথচ এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ডের এসও, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজিবি অধিনায়ক এমনকি এমপি মহোদয়কে অবহিত করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের এসও মাসুদ রানা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিজিবি অধিনায়কের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করেছেন। এলাকার মানুষ ভাঙ্গন আতঙ্কে বসবাস করছে। ক্যামেরা বন্দী ছবিটি গত শনিবার তোলা হয়। এরপরেও বেড়ীবাঁধের অবস্থা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমানে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বালির বস্তা ফেলে ভাঙ্গন রক্ষা করার চেষ্টা করছে। অথচ স্থানীয় চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোন প্রকার সহযোগিতা করেননি। তারা বলেন বরাদ্ধ না থাকলে ভাঙ্গন কুলে কাজ করা সম্ভব নয়। উক্ত স্থান ভেঙ্গে গেলে শ্যামনগর উপজেলা সহ কালিগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন নদীর পানিতে প্লাবিত হয়ে জানমালের ব্যাপক ক্ষতি হবে। তথ্যানুসন্ধানে জানা গেছে দাতিনাখালী নাসির মোড়লের বাড়ী থেকে নদী ভাঙ্গন দীর্ঘ বছরের সমস্যা। ইতিমধ্যে ভাঙ্গন রোধে জাইকা প্রকল্পের অর্থায়নে কারিতাস কাজ করেছে। সর্বশেষ পানি উন্নয়ন বোর্ডের এসও মাসুদ রানা জানান, ঐ এলাকায় ব্লক বসানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে সময় লাগবে এখনও ৫ মাস। এ মুহুত্বে বাধটি সংস্কার খুবই জরুরী।
Please follow and like us: