পোল্যান্ডকে হারিয়ে সেনেগালের শুভ সূচনা
স্পার্তাক স্টেডিয়ামে আজকে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় পোল্যান্ড ও সেনেগাল। এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হলো দু’দল। শক্তির দিক থেকে এই ম্যাচে সেনেগাল থেকে এগিয়ে ছিল পোল্যান্ড। তারপরও পারল না পোলান্ড। ২-১ পোল্যান্ডকে হারিয়ে সেনেগালের শুভ সূচনা হলো।
প্রথমার্ধে দু`দলই বেশ ভালোই শুরু করেছিল। আক্রমণত্মক খেলেও কেউ গোল দিতে পারেনি। কিন্তু ম্যাচের ৩৭ মিনিটে পোল্যান্ডের থিয়াগো সিওনেকের আত্মঘাতী গোলে এগিয়ে যায় সেনেগাল। ডি-বক্সের প্রান্ত থেকে গোলে শট করেন সেনেগালের ইদ্রিসা গুয়ে। বলটি থিয়াগো সিওনেকের গায়ে লেগে আশ্রয় নেয় জালে। তারপর আর কোন গোল হয় নি। পোল্যান্ডের বিপক্ষে দারুণ সূচনা করে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সেনেগাল।দ্বিতীয়ার্ধে বেশ চাপ নিয়ে ই মাঠে নামে পোল্যান্ড। আর এই চাপ ঠেকাতে ব্যস্ত সেনেগাল। ৪৯ মিনিটে হলুদ কার্ড দেখেন সালিফ সানে। আক্রমণত্মক খেলতে থাকে সেনেগাল। ৬০ মিনিটে পোল্যান্ডের গোলবারে আক্রমণ করে সেনেগালের মাবায়ে নিয়াং। আর এতে ই সেনেগালের পক্ষে যোগ হয় আরো এক গোল। দু দলেরই চলতে থাকে আঘাত পাল্টা আঘাত। ৮৬ মিনিটে এমনই ভাবে গ্রেজেগর্জ ক্রাইচোভিয়াকের আক্রমণে পোল্যান্ড পায় এক গোল। খেলা অতিরিক্ত সময়ে গড়ালেও আর কোন গোল হয় নাই। তাই নিজেদের প্রথম খেলায় পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে মাঠ ছাড়ে আফ্রিকার দল সেনেগাল। যদিও ৫৯ শতাংশ বল পোল্যান্ডের অধীনেই ছিল।