কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘ’র সোনাবাড়িয়া ইউনিয়ন কমিটি গঠন।
কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘ’র ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। বুধবার বিকেলে রাজপুর সরকারি প্রাইমারি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা আমানুল্লাহ আমান, সাধারণ সম্পাদক আসিফ শাহারিয়ার প্রান্ত, ইকরামুল ইসলাম,মিন্টু প্রমুখ। নবগঠিত কমিটির সভাপতি নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আবু জাহিদ, সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান, সাজ্জাত হোসেন, যুগ্ম সম্পাদক শামিম হোসেন, শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, হায়দার আলি, ইমরান হোসেন, জাকির হোসেন, কবিরুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্দনপুর ইউনিয়ন প্রিমিয়ার ছাত্র সংঘ’র সভাপতি ইমরান হোসেন।
উল্লেখ্য, নাহিদ হাসানকে সভাপতি ও আবু জাহিদকে সাধারণ সম্পাদক করে প্রিমিয়ার ছাত্র সংঘ’র ৪১ সদস্য বিশিষ্ট ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।
Please follow and like us: