রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল সোমবার রাত ১১টার দিকে এ সংঘাতের ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া সাংবাদিকদের জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও তদন্ত করা হচ্ছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলেও জানান ওসি রণজিত কুমার বড়ুয়া।
Please follow and like us: