জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ:লেঃ কর্ণেল (অবঃ) জামায়েত
সাতক্ষীরার আশাশুনির বুধহাটায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী (অবঃ) সৈনিক কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী এক পূর্ণমিলনী অনুষ্ঠানে মত-বিনিময় করেছেন সাতক্ষীরা-৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্ণেল (অবঃ) জি.এম জামায়েত হোসেন। মঙ্গলবার বেলা ১১ টায় তিনি আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ মতবিনিমিয় করেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী (অবঃ) সৈনিক কল্যাণ সংগঠনের সভাপতি (অনারি) লেফটেন্যান্ট শফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির সহ-সভাপতি অবসর প্রাপ্ত সার্জেন্ট আব্দুল হান্নান, সাধারন সম্পাদক অবসর প্রাপ্ত সার্জেন্ট আব্দুল আলিম, অর্থসম্পাদক অবসর প্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলাম, সৈনিক আমজাদ হোসেন প্রমুখ।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এই সাবেক সেনা কর্মকর্তা অবসর প্রাপ্ত এসব সেনা সদস্যদের খোঁজ খবর নেন এবং তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই গনতন্ত্র ও দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে আমি আমার এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আমার অবস্থান। আমাকে মনোনয়ন দেয়া হলে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমি নৌকার বিজয় ছিনিয়ে এনে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো।