পাইকগাছায় অনৈতিক কাজ করার সময় কপোত-কপোতি আটক
পাইকগাছায় অবৈধ কাজ করার সময় ১৭ জুন বিকেলে এক জোড়া কপোত-কপতিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। জানাযায়, উপজেলার বেতবুনিয়া গ্রামের আবুল হোসেন ওরফে আবু মাস্টারের স্বামী পরিতক্তা কন্যা ১ সন্তানের জননী মোছাঃ নাজমুন্নাহার এবং পাইকগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কয়রা উপজেলার নাকসা গ্রামের মজিদ মোড়লের ছেলে দু’সন্তানের জনক আয়ুব আলী মোড়ল কে পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডের এক বাড়ি থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে। থানায় কপোত-কপতিকে আনার পর বিভিন্ন মহল মোটা টাকার বিনিময়ে ছাড়িয়ে নেয়ার জন্য ব্যাপক তদবির করেও ব্যর্থ হয়েছে ওসির কঠোরতার কারণে। থানার ওসি আমিনুল ইসলাম বিল্পব বলেন ঘটনা সত্য আগামিকাল আইন অনুযায়ী কপোত-কপতিকে কোর্টে পাঠানো হবে। পাইকগাছা থানার মামলা নং-৩৭, তারিখ- ১৮/০৬/২০১৮, ধারা- ২৯০। ওসি ননজিআর মামলা হিসাবে এফআইআর করে পাইকগাছা আদালতে প্রেরণ করলে পাইকগাছা আদালতে ম্যাজিষ্ট্রেট না থাকায় আসামীপক্ষ মামলাটির নথি কয়রা কোর্টে নিয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদেরকে জামিন মঞ্জুর করেন। বিষয়টি এলাকায় ব্যাপক তোলপাড় ও মুখরোচক ঘটনা হিসাবে সমাদৃত হয়েছে। পাইকগাছা থানা পুলিশের কঠোর পদক্ষেপের কারণে বিভিন্ন মহলের তদবির ও সুপারিশ থাকা স্বত্বেও তাদেরকে আইনের আওতায় এনে কোর্টে প্রেরণ করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুশীল সমাজ পুলিশ মহলকে ধন্যবাদ জ্ঞাপন সহ আইনের প্রতি শ্রদ্ধা রেখে যেকোন অপরাধীকে দোষী সাব্যস্তে সচেতন মহলকে সনিবন্ধ অনুরোধ জানিয়েছেন।