শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর আটক
সাতক্ষীরার শ্যামনগরে নাশকতা মামলার আসামী উপজেলা জামায়াতের আমীর আছাফুর রহমানকে (৫৫) আটক করেছে থানা পুলিশ। আজ বুধবার সকাল ১১টার নকিপুর গ্রামে বকুলতলা মোড় থেকে তাকে আটক করা হয়। সে খাগড়াঘাট গ্রামে আব্দুর রশিদের ছেলে। থানা পুলিশের এএসআই আমিনুর রহমান জানান, নাশকতা মামলার আসামী শ্যামনগরে বকুল তলার মোড়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুর মান্নান বলেন, আটককৃত আসামী জামায়াতের আমির আছাফুরের নামে থানায় কয়েকটি মামলা আছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: