বিনেরপোতায় আইআরসিবির ঈদ সামগ্রী বিতরণ
অহিভিত্তিক সমাজ গড়ার দূঢ় প্রত্যয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত দুঃস্থ, গরীব ও অসহায় মানুষের মানবিক চাহিদা পূরণার্থে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ এর সমাজে কল্যাণ বিভাগের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় সদরের বিনের পোতা এলাকার কার্যালয়ে( প্রস্তাবিত) ১৪০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ্ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশের পরিচালক আব্দুল্লাহ বিন এরশাদ, ইউনাইটেড টিভির পরিচালক মুরাদ বিন মতিয়ার, ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশের সচিব মাসুম বিন আব্দুল আজিজ ইউনাইটেড সদস্য মামুন কাবির,ইমরান বিন জাফর, আব্দুর রশিদ বিন মশিয়ার, হাবিবুল্লাহ বিন রফিকুল, সাদিক রেজা, হাবিুল্লাহ বেলালী, সাইদ ইসলাম প্রমূখ।
Please follow and like us: