প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়… নজরুল ইসলাম
কদমতলা রিপোটার্স ক্লাবের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কদমতলা বাজারস্থ ক্লাবের কার্যালয়ে জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক এর সভাপতিত্বে ও ক্লাবের সভাপতি সেলিম হোসেন এর পরিচালনায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের আহবায়ক ও কদমতলা বাজার কমিটির সভাপতি আব্দুল মান্নান, সাংবাদিক শফিকুল ইসলাম, সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, সিনিয়র সদস্য মেহেদী আলী সুজয়, কোষাধ্যক্ষ সেলিম হোসেন, কদমতলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিল্লু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, জেলা অন্ধ সংস্থার সাধরণ সম্পাদক কবির হোসেন, আগরদাড়ি ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক হিলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মজনু রহমান, কদমতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল আলিম, ডাঃ ইকরামুল, জাহাঙ্গীর সরদার প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধীরা এখন সমাজের বোঝা নয় তারাও মানুষ। তাদের দেখভাল করার দায়িত্বও আমাদের। প্রতিবন্ধীদের বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীদের সরকার চাকুরীর ব্যবস্থাও করে দিয়েছে। যাতে তারা সমাজের মানুষের কাছে করুনার পাত্র না হয়। তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং বিশ্বের দরবারে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।