দেবহাটায় ভিক্ষুকদের মাঝে উপজেলা নির্বাহী অফিসারের ইফতার
দেবহাটায় ভিক্ষুকদের সাথে ইফতার করেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ। বুধবার বিকাল ৫টায় দেবহাটা সদর ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ভিক্ষুকদের সাথে ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজীর সভাপতিত্বে¡ ও ইউপি সদস্য আজগার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আল-ফেরদৌস আলফা, উপজেলা আওয়ামীলীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম। এসময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, সদর ইউপি সদস্য শরিফুল ইসলাম, মোক্তার আলী, এবাদুল ইসলাম, মাহবুবর রহমান খোকন প্রমূখ। অনুষ্ঠানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেবহাটায় পুনর্বাসিত ব্যক্তিদের (ভিক্ষুকদের) মাঝে সেমাই, চিনি, শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।