কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘ গরীব অসহায়দের মাঝে দিলো ঈদ সামগ্রী
বুধবার সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে প্রিমিয়ার ছাত্র সংঘ’র নেতৃবৃন্দ।
এসময় প্রিমিয়ার ছাত্র সংঘ’র প্রতিষ্ঠাতা সভাপতি মালয়েশিয়া প্রবাসী আফজাল ফুয়াদ অভির সহযোগিতায় হিজলদি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ওই এলাকার ৪০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী (লাচ্চাসেমাই, চিনি) দেয়া হয়। ঈদ সামগ্রী দেয়ার সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ছাত্র সংঘ’র উপদেষ্টা ডা: আমানুল্লাহ আমান, ফরিদুজ্জামান খান ফরিদ, সহ সভাপতি নিয়াজ মোরশেদ লাল্টু, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল করিম, প্রাক্তন প্রধান শিক্ষক আবুল হোসেন, সহকারী শিক্ষক ইসমাইল হোসেন বাবলু, সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ শাহারিয়ার প্রান্ত প্রমুখ।
Please follow and like us: