সাতক্ষীরায় শিশুদের নতুন পোশাক দিলো প্রথম আলো বন্ধুসভা
প্রথম আলো বন্ধু সভার কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাতক্ষীরায় সুবিধাবি ত ত্রিশ জন শিশুদের মাঝে একটি করে নতুন রঙ্গিনজামা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রথম আলো সাতক্ষীরার কার্যালয় প্রাঙ্গণে এ নতুন পোশাক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, প্রথম আলো বন্ধু সভার সাতক্ষীরা শাখার সভাপতি এস.এম হাবিবুল হাসান, সহ সভাপতি শেখ শরীফ হাসান, সাধারণ সম্পাদক জাহিদা জাহান মৌ, সাংগঠণিক সম্পাদক মো. গোলাম হোসেন, উপ সাংগঠণিক সম্পাদক মো. হোসেন, বন্ধুসভার সদস্য রুবেল হোসেন, সোহানুর রহমান, মরিয়ম খাতুন কেয়া প্রমুখ।
Please follow and like us: