শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরণ

মঙ্গলবার শ্যামনগর উপজেলায় এমপির বাসভবন সংলগ্ন কার্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ভাব বাংলাদেশের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিশেষ বৃত্তির টাকা ও চেক বিতরণ করা হয়। বৃত্তির টাকা ও চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, ভাব-বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম এ আলিম খাঁন, প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, শিক্ষার্থী জাহিদুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মণ। অনুষ্ঠানে ২০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ৪ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা ও ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ ছাড়া এমপি এস এম জগলুল হায়দারের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর মায়ের জন্য একটি করে শাড়ী প্রদান করা হয় ও অনুষ্ঠানে এক জন দরিদ্র শিক্ষার্থী স্মৃতি রানীকে স্কুলে আসার জন্য বাই সাইকেল প্রদানের ঘোষণা করা হয়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)