শ্যামনগরে ভিজিএফ চাউলের বস্তায় প্লাস্টিক চাউল
শ্যামনগরের ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ কৃত ভিজিপি কার্ড, অসহায় গরিব ও মুক্তিযোদ্ধাদের যে ৩০কেজি চাউল বস্তায় প্লাস্টিকের চাউল পাওয়া গেছে। গত ১১ জুন পরিষদ থেকে এ চাউল বিতরণ করা হয়। বিতরণকৃত চাউলের মধ্যে ৪০ শতাংশ প্রায় প্লাস্টিকের চাউল মেশানো পাওয়া গেছে। আটুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাপেরদুনে গ্রামে আয়শা খাতুন নামের এক মহিলার ভিজিডি কার্ডে ৪০ শতাংশ চাউলিই প্লাস্টিকের চাউল পাওয়া যায়। এ খবর জনগণের মধ্যে ছড়িয়ে পড়লে প্লাস্টিকের চাউল দেখতে তার বাড়ীতে ভিড় জমায়। ৩০৬ নং কার্ড ধারী আয়শা খাতুন ইউনিয়ন পরিষদে থেকে চাউল বাড়িতে আনার পরে বস্তার মুখ খুলেই প্লাস্টিকের চাউলের অস্তিত্ব পান। বস্তায় নিট ওজন ৩০ কেজি দেওয়ার কথা থাকলেও প্রতিটি বস্তায় চাউল কম পেয়েছেন। আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, ঐ কার্ড ধারীর চাউল পরিষদে এনে প্লাস্টিকের চাউলের অস্তিত্ব পাওয়া যায়, যে ভাবে গোডাউন থেকে চাউল আনা হয়েছিল সেভাবেই বিতরণ করা হয়েছিল। এমনি ভাবে বিভিন্ন কার্ডধারীরা প্লাস্টিকের চাউলের সন্ধান পেয়েছে মর্মে মুঠোফোনে প্রতিনিয়ত অভিযোগ করছেন। এ নিয়ে আটুলিয়া ইউনিয়ন সহ শ্যামনগরে জনসাধারণের মধ্যে প্লাস্টিক চাউলের আতংক বিরাজ করছে।