ঘুষের টাকাসহ সাতক্ষীরা জেলা পরিষদের গোপনীয় সহকারি আটক
ঘুষের এক লাখ টাকাসহ সাতক্ষীরা জেলা পরিষদের গোপনীয় অফিস সহকারি শাহেদুজ্জামানকে আটক করেছে দুদুক। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
দুদকের পরিচালক ড. আবুল হাচান জানান, সাতক্ষীরা জেলা পরিষদের প্রকল্প ছাড়করণে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি টিম মঙ্গলবার সকাল থেকে জেলা পরিষদ কার্যালয়ে অবস্থান নেয়। একটি মাধ্যামিক বিদ্যালয়ের জেলা পরিষদ প্রদত্ত অনুদান ছাড় করার জন্য জৈনৈক শিক্ষক এক লাখ টাকা শাহীদুজ্জামানকে ঘুষ প্রদান করেন। এরপর তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদ জানান, ঘুষের টাকাসহ জেলা পরিষদের গোপনীয় অফিস সহকারি শাহেদুজ্জামানকে আটক করেছে দুদুক। এ সময় তার কাছে থাকা ঘুষের এক লক্ষ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে সদর থানায় সোপার্দ করা হয়েছে।