এশিয়া কাপ জয়ে আলোচনায় অবহেলিত নারী ক্রিকেট

এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা৷ তবে এর মধ্যে আলোচনায় উঠে এসেছে নারী ক্রিকেটারদের প্রতি অবহেলার বিষয়টিও৷

জাতীয় দলের নারী ক্রিকেটারদের অল্প বেতন এবং নারী ক্রিকেটের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলছেন ক্রিকেটপ্রেমীরা৷

এশিয়া কাপে কখনও কোনো ম্যাচ না হারা ভারতকে ফাইনালে ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশের নারী ক্রিকেট দল রবিবার চ্যাম্পিয়ন হয়৷ এর আগে গ্রুপ পর্বেও ভারতকে পরাজিত করেছিল বাংলাদেশ৷ ফাইনালে শেষ বলে জয়ের জন্য রান দরকার ছিল দুটি৷

এই জয়ে উল্লাস প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় পুরুষ দলের সদস্যরা৷ সৌম্য সরকারের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, শেষ বলের সময় জাতীয় দলের সবাই একসঙ্গেই ছিলেন৷

মেয়েদের এই জয়ে জাতীয় দলের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছে জাতীয় সংসদ৷ সোমবার সংসদের বৈঠকের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের পক্ষে এই অভিনন্দন জানান৷

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)