দেবহাটায় বাংলাদেশ মানবাধিকার ফোরাম ও সাংবাদিক এসোসিয়েশনের ইফতার মাহফিল
দেবহাটায় বাংলাদেশ মানবাধিকার ফোরম ও সাংবাদিক এসোসিয়েশনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় সখিপুর বাজারস্থ নিজস্ব কার্যালয় ভবনের তৃতীয় তলায় উপজেলা সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি সুজন ঘোষের পরিচালানায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরমের সভাপতি ওয়ারেছীন কবির’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, জেলা পরিষদ সদস্য আল-ফেরদাউস আলফা, সাতক্ষীরা আহছানিয়া মিশন ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্বল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, খানবাহাদুর আহছানিয়া কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল আলিম, সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আমজাদ সরদার, উপজেলা ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট্র সমিতির সভাপতি দেব কুমার, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। এসময় আরোও উপস্থিত ছিলেন, দেবহাটা থানার এসআই আব্দুস সামাদ, রকিব, নিত্য, দরবেশ, ডিএসবি সোনা মিয়া, এএসআই আমজাদ হোসেন, আলউদ্দীন, চিংড়ি বনিক সমিতির সাধারন সম্পাদক মাসুদ রানা, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রমুখ।