আশাশুনি প্রাণিসম্পদ অফিসে ৩ দিনের প্রশিক্ষণ সমাপ্ত
আশাশুনিতে কৃত্রিম প্রজনন ও ভ্রুন স্থানান্তরসহ প্রাণি সম্পদ পালন বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার দুপুরে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ সমাপ্তি ঘোষণা করা হয়।
কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ভ্রুণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলার ১১ ইউনিয়নের ৪০ জন নারী-পুরুষ খামারীকে নিয়ে আয়োজিত ৩ দিনের প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মিজানুর রহমান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অবঃ সেনা সদস্য মঈন উদ্দিন আহমেদ, নাজমা বেগম, আকলিমা খাতুন, সাবেক মেম্বার আঃ খালেক, স্বপ্না রানী প্রমুখ।