সুমনা ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী প্রদান
সাতক্ষীরার স্বেচ্ছাসেবামূলক সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান সুমনা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়, গরীব ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার কাটিয়াস্থ রেজিস্ট্রি অফিসের সামনে সুমনা ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সুমনা ফাউন্ডেশনের পরিচালক এ এস এম মাসছুদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুঃস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মনোয়ারা খান, শিমুন শামস, সাতক্ষীরা এক্সপ্রেসের সত্বাধিকারী মোঃ রেজাউল করিম, সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ আনোয়ার প্রমূখ।
এ সময় শতাধিক অসহায়, গরীব ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
Please follow and like us: