একই ছাদের নিচে হলো না তাদের বসবাস
ছোট পর্দা অভিনেত্রী নাদিয়া আফরিন মিম। ২০১৬ সালের ২৮ এপ্রিল ভালবেসে বিয়ে করেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাফায়াত আলীকে। কিন্তু বিয়ের দু’বছর পরে বিচ্ছেদ হয় তাদের। আর গত মে মাস থেকেই আলাদা থাকছেন তারা।
শনিবার রাতে এ খবর নিশ্চিত করেছেন ছোট পর্দার পরিচিত মুখ মিম নিজেই।
বিচ্ছেদের কারণ সর্ম্পকে মিমের সরল উত্তর, যে স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলাম, তা একটা সময়ে বাস্তব মনে হচ্ছিল না। কোথায় যেন একটা শূন্যতা তৈরি হয়। একটা পর্যায়ে তো আমাদের মতের অমিল দেখা দেয়, যা কোনোভাবেই মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। তাই বাধ্য হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয়।
তিনি আরো বলেন, আমি এখন বাবার বাসায় থাকি। নিজেকে গুছিয়ে নিয়েছি। সব ভুলে সামনে এগিয়ে যেতে চাই। ওর বয়স ৩০ আর আমার ২১ হওয়ায়, বয়সের বেশ বড় একটা ব্যবধান রয়েছে। আর এ কারণে প্রায়ই আমাদের মতের অমিল হতো।
প্রসঙ্গত, ২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরার মুকুটটি পেয়েছিলেন নাদিয়া আফরিন মিম। সময়ের পরিক্রমায় এ সময়ের ব্যস্ত অভিনয়শিল্পীদের মধ্যে জায়গা করে নিয়েছেন এই তারকা।