স্ত্রীর জন্য কেনা পোশাক গরিবের হাতে তুলে দিলেন জগলুল হায়দার
শনিবার ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে সন্ধ্যায় শ্যামনগর সদরের অদূরে কাঁছরাহাটি নন্দী গ্রামের একটি হতদরিদ্র পরিবারের জীর্ণ কুটিরে যান সাতক্ষীরা – ৪ অাসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার এবং তার সহধর্মিনী মিসেস ফাতিমা হায়দার রওজা। ওই কুটিরে বসবাস করেন বয়োঃবৃদ্ধ কেরামত অালী এবং তার স্ত্রী জামিলা খাতুন। তাদের সাথে কুশল বিনিময় করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নিজের জন্য কেনা নতুন পাঞ্জাবীটি কেরামত অালীকে পরিয়ে দেন এমপি জগলুল হায়দার এবং জামিলা খাতুনকে নিজের জন্য কেনা নতুন শাড়িটি তুলে দেন এমপি পত্নী। স্বয়ং এমপি দম্পতির এমন মহানুভবতায় ভীষণ খুশি হন অসহায় হতদরিদ্র কেরামত অালী ও জামিলা খাতুন। তারা এমপি পরিবারের সকলের জন্য প্রাণখুলে দোয়া করেন। তখন তাদের কাছে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান জগলুল হায়দার এমপি।