সাতক্ষীরা শহরে মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান: নারিসহ আটক ৫
‘চলো যায় যুদ্ধে,মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা করেছে সাতক্ষীরা পুলিশ।
শনিবার বিকাল ৪ টা হতে ৫টা পর্যন্ত সাতক্ষীরা শহরতলীর ইটাগাছা এলাকায় বিভিন্ন বাড়িতে ১ ঘন্টা ধরে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মইন উদ্দীন। এ সময় মাদক বিক্রি ও মাদক সেবনের অপরাধে ২ নারীসহ ৫ জনকে আটক করা হয়।
পরে সকলের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ আদনান। ভ্রাম্যমান আদালতে মাদকের সাথে সম্পৃক্ততা আছে এমন প্রমান পাওয়ায় ২ নারীকে ১ মাস করে আর ১ যুবককে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন তিনি। এছাড়া দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
মাদক বিরোধী অভিযানে আরো অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার, সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান, জুলফিকার আলী প্রমূখ।