সাতক্ষীরাকে মাদক মুক্ত করা হবে `ইনশাআল্লাহ্’
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মইনউদ্দীন বলেছেন, সারা বাংলাদেশ ব্যাপী মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। তারই অংশ হিসেবে আজ আমরা ইটাগাছা এলাকায় এ অভিযান পরিচালনা করেছি। যে সকল জায়গায় মাদক বিক্রি হয় সেখানে অভিযান অব্যাহত থাকবে এবং যারা মাদকের সাতে জড়িত তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। মাদকের সাথে সম্পৃক্ত কারো কোন নিরাপদ সেল্টার নেওয়ার সুযোগ নেই।
তিনি আরো বলেন, সাতক্ষীরাকে মাদক মুক্ত করা হবে ইনশাআল্লাহ্। সাতক্ষীরার জনগন, জনপ্রতিনিধিসহ সকলকে সাথে নিয়ে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের ইটাগাছা এলাকায় মাদতকের বিরুদ্ধে সাড়াশি অভযান পরিচালনা শেষে তিনি এসব কথা বলেন।
Please follow and like us: