পাটকেলঘাটায় মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদক সেবীর জেল-জরিমানা
পাটকেলঘাটা প্রতিনিধি :
পাটকেলঘাটায় বিভিন্ন স্থানে মাদক সেবনের অপরাধে পুলিশ ১০ মাদক সেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করেছে। সূত্রে জানা যায়, শনিবার ও শুক্রবার পুলিশের মাদক বিরোধী অভিযানে ধানদিয়া ইউনিয়নের সানতলা এনায়েতপুর গ্রামের মৃত নওশেদ শেখের ছেলে মাদকসেবী ইলিয়াস শেখ (২৮), দাদপুর গ্রামের জহর আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৮), আলমগীর গাজী (৪০), তৈলকুপি গ্রামের মৃত লুৎফর সরদারের ছেলে বিল্লাল সরদার (৩০), খলিশখালী এনায়েত গ্রামের মোহম্মদ শেখের ছেলে আব্দুল আলিম (৩০), খলিশখালীর মৃত লুৎফর গাজীর ছেলে রবিউল ইসলাম (৪০), আব্দুল গফ্ফারের ছেলে তুহিন শেখ (২২) কে ১ হাজার টাকা করে জরিমানা। অপরদিকে দুধলিয়ার চর গ্রামের শাহিন মোড়ল (২৬), যুগীপুকুরিয়া গ্রামের আনছার আলী মোড়লের ছেলে সাইফুল ইসলাম (৩৭) ও তহিদুজ্জামানের ছেলে মাহাফুজুর রহমান সবুজ (২৫) কে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ মণ্ডল মাদক সেবন ও বিক্রির অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে।