প্রবাসে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের লাশ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন !
আলমগীর কবীর,ঘোনা :
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আল আমিনের লাশ গ্রামের বাড়ি কাথন্ডায় দাফন সম্পন্ন। নিহতের লাশ আজ ৭ই জুন সকাল ১০টার সময় লাশবাহী এ্যাম্বুলেন্সে আল আমিনের মৃতদেহ নিয়ে গ্রামের বাড়িতে পৌছায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎচ্ছুক জনগণ দুর দুরন্ত হতে ছুটে আসে একনজর দেখতে।সাথে সাথে এলাকা জুড়ে শোকের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। উল্লেখ্য, সে সাতক্ষীরা সদরের ৩নং বৈকারী ইউনিয়নের কাথন্ডা গ্রামের কয়ারপাড়ার আতারুল ইসলামের একমাত্র ছেলে আল-আমিন(১৯)।সে বিগত এক বছর পূর্বে কাজের জন্যে বিদেশে যায়। হঠাৎ সোমবার (৪ই জুন) সকাল ১০টা ৩০ মিনিটে মালয়েশিয়ার জহুরবার শহরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তৎক্ষণাৎ,মোবাইলে মৃত্যুর খবর আসে তার বাড়িতে। তার অকাল এই মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসী হতবম্ভ । একমাত্র উপার্জনক্ষম ছেলে দারিদ্র্য পরিবারকে সাংসারিক অভাব অনটন হতে দুর করতে টাকা আয় করার জন্যে মালয়েশিয়ায় পাড়ি দেয়।কিন্তু,দুর্ভাগ্য টাকা আয় করতে গিয়ে ফেরা হলো না আর, লাশ হতে হলো তার চলে যেতে হলো না ফেরার দেশে। প্রায় পাঁচ শতাধিক মুসুল্লিদের উপস্থিতিতে আজ দুপুর ২টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়।