এশিয়া কাপে সালমাদের টানা তৃতীয় জয়

চলমান এসিসি ওমেন্স এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে টানা তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে টাইগ্রেসরা।

শক্তিশালী পাকিস্তান ও ভারতকে হারানোর পর বৃহস্পতিবার থাইল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সালমা বাহিনী।

এদিন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। সালমা-নাহিদা-ফাহিমাদের তোপের মুখে পড়ে ৬০ রানেই গুটিয়ে যায় শ্যামদেশের মেয়েরা। ৬১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ রানেই প্রথম উইকেট হারায়। ফিরে যান শামীমা সুলতানা। পরে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। মাত্র ১১.১ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ।

বল হাতে বাংলাদেশের সালমা খাতুন ও নাহিদা আক্তার ২টি করে উইকেট নিয়েছেন। আর ১টি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, ফাহিমা খাতুন, খাদিজাতুল কুবরা ও রুমানা আহমেদ।

উল্লেখ্য, আগামী ৯ জুন মালয়েশিয়ার বিপক্ষে নামবে সালমারা।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)