সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ১৫ কেজি হরিণের মাংস জব্দ
শ্যামনগর প্রতিনিধি ;
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে খাসিটানা ক্ষুদের খাল এলাকা থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে আংটিহারা কোস্টগার্ড সদস্যরা। আজ শনিবার বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে অভিযান চালানোর সময় কোস্টগার্ডের উপস্থিতি আঁচ পেয়ে সংঘবদ্ধ শিকারি চক্র দ্রুত সুন্দরবনে সটকে পড়ে।
আংটিহারা কোস্টগার্ড পেটি অফিসার এম এ মান্নান সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে হরিণের মাথা, চামড়া ও ১৫ কেজি মাংস জব্দ করে খাসিটানা বন অফিসে হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us: