শ্যামনগরে ফ্রেন্ডশিপ হাসপাতালের বিরুদ্ধে মানববন্ধন
আনিসুর রহমান,শ্যামনগর:
শ্যামনগরের সোয়ালিয়ায় স্থাপিত ফ্রেন্ডশিপ হাসপাতালের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও জামায়াত বিএনপি করনের প্রতিবাদে সোয়ালিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ডশিপ হাসপাতালে জমি দাতা পরিবার ও শ্যামনগর বাসীর আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রেন্ডশিপ হাসপাতালের কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে জমিদাতাদের অবমূল্যায়ন, ট্রেনিং সেন্টারের মরহুম শহিদুজ্জামান সৈকত নামকরন না করা, জমিদাতা পরিবার সহ এলাকার যথাযথ জনবল না নিয়ে ষড়যন্ত্র, মিথ্যা হয়রানি ও মামলার ভয় প্রদর্শন করা হচ্ছে।
ফ্রেন্ডশিপ প্রজেক্ট ডিসি মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী এহসানুল হক রতন জমিদাতাদের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করে স্বেচ্ছাচারিতা ও জামায়াত বিএনপি সমর্থনপুষ্ট জনবল নিয়োগের জন্য অপতৎপরতা রয়েছে। মানবন্ধনে জমিদাতা আত্মীয় স্বজন পরিবারের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আলহাজ্ব আব্দুল হামিদ, মোকছেদ আলী গাজী, আব্দুর রউফ, আব্দুর রাজ্জাক সহ সোয়ালিয়া, দেবীপুর, যাদবপুর ও গোপালপুর গ্রামবাসী।
এ ব্যাপারে ফ্রেন্ডশিপ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।