নারীরা যে কারণে বয়স্ক পুরুষে আকৃষ্ট হন
ফিচার ডেস্ক:
নারী-পুরুষের আকর্ষণ জনম জনমের। বয়স বা জাত-ধর্ম কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। তবুও নারীরা বয়স্ক পুরুষের প্রতিই বেশি আকৃষ্ট হন। এ আকর্ষণের প্রধান কয়েকটি কারণও রয়েছে। আসুন জেনে নেই কারণগুলো সম্পর্কে-
১. বয়স্ক পুরুষদের মধ্যে যথেষ্ট ম্যাচিওরিটি থাকে, আকর্ষণের জন্য এটাই সবচেয়ে বড় কারণ।
২. বয়স্ক পুরুষ মানেই জীবনে প্রতিষ্ঠিত। তাদের আয় ও ভবিষ্যৎ নিশ্চিত।
৩. বয়স্ক পুরুষের ম্যানার্স বহু কমবয়সী নারীকে আকর্ষণ করে। রাশভারি ব্যক্তিত্বও অনেকের পছন্দ।
৪. অভিজ্ঞতার আলোকে বয়স্ক পুরুষ প্রেমিক হিসেবে একেবারে ভিন্ন মাত্রার।
৫. বয়স্কদের প্রেম একেবারে অন্যরকম, অনেক বেশি বাস্তবসম্মত। ফলে সম্পর্কও টিকে থাকে।
Please follow and like us: