এসপি গোল্ডেন লাইন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: নিহত- ১
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা এসপি গোল্ডেন লাইন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সুপারভাইজার।
আহত সুপারভাইজার সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার নারায়ন কুমার দাসের পুত্র মিলন কুমার দাস ও হেলপার পলাশপোল এলাকার শিমুল।
শনিবার ঢাকা থেকে সাতক্ষীরায় আসার পথে সন্ধ্যা ৭টার দিকে যশোরের জামতলা নামক স্থানে পৌছানো মাত্রই বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।
এতে গাড়ীর সুপার ভাইজার ও হেলপার আহত হলেও যাত্রীরা সুস্থ্য আছেন বলে স্থানীয় সুত্রে জানাগেছে। এসময় সুপারভাইজার মিলন কুমার দাশ ও হেলপার মারাত্মক আহত হন। বর্তমানে মিলন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে হেলপার শিমুল চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু বরণ করেছে বলে জানাগেছে।
Please follow and like us: