ইংলিশ স্পোকিং কোচিং সাইফু‘রস সাতক্ষীরা শাখার উদ্বোধন
শেখ কামরুল ইসলাম:
দেশের ঐতিহ্যবাহী ইংলিশ স্পোকিং কোচিং সাইফু‘রস সাতক্ষীরা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ গেট সম্মুখে নিজস্ব ক্যাম্পাসে সাইফুর‘স সাতক্ষীরা শাখার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাইফুর‘স সাতক্ষীরা শাখার পরিচালক মো. ইমদাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইফুর‘সের গ্রুপ চীফ অপারেটিং অফিসার মো. জিয়াউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি মাহমুদ আলী সুমন, সহ সভাপতি হাসানুজ্জামান ডাবলু, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ জেলা সভাপতি সৈয়দ জয়নুল আবেদিন জসী ,ইন্টার ন্যাশনাল এফেয়ার্স মো. রবিউল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম জিন্নাহ। উল্লেখ কোচিং এ বিসিএস, ব্যাংক জব, ভার্সিটি ভর্তি, স্পোকিং ইংলিশসহ জেএসসি, পিএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের মেধা বিকাশে সুদক্ষ শিক্ষক দ্বারা ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।