বিকেএসপি তায়কোয়ানডো কোর্চে দ্বিতীয় হয়েছেন সাতক্ষীরার আল ইমরান
মেহেদি জনি :
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে তায়কোয়ানডো কোচেস কোর্চ ২০১৮ বিকেএসপিতে সম্পন্ন হয়েছে।
সমগ্র দেশ থেকে ১০ জন প্রশিক্ষকদের নিয়ে এ কোচেস কোর্চের আয়োজন করে বিকেএসপি। সেখানে অংশগ্রহণ করে ২য় স্থান অর্জন করেছেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ানডো প্রশিক্ষক আল ইমরান। প্রথম হয়েছেন গাজীপুরের তাইজুল ইসলাম। কোচেস কোর্চের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষক দের হাতে সনদপত্র তুলে দেন ।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক – হাওলাদার মোঃ রকিবুল বারী (প্রশাসন ও অর্থ), উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু, উপ পরিচালক (প্রশিক্ষণ) উজ্জল চক্রবর্তী, ক্রিকেটের চিফকোচ মোঃ মতিউর রহমান, তায়কোয়ানডো ডিপার্টমেন্ট হেড মোঃ নুরুল ইসলাম সহ অনেকে।
Please follow and like us: