পাটকেলঘাটায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির মৃত্যু
পাটেকলঘাটা প্রতিনিধি :
পাটকেলঘাটায় পারিবারিক কলহের জেরে নির্মল সরকার নামে এক ব্যক্তি গলাই ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছে।
সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে খলিশখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের অজয় সরকারের ছেলে নির্মল সরদার(৬৫)র লাশ বাড়ীর পাশের একটি গাছ তলায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জেরে ভোর রাতের কোন সময় হয়তো গাছের ডালের সাথে ফাঁশ দিয়ে আত্মহত্যার পথ বেছে নেই।
Please follow and like us: