পম্পেওর সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তার বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক:
কিমের ডান হাত হিসেবে পরিচিত জেন কিম ইয়ং চোল এখন যুক্তরাষ্ট্রে। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বৈঠককে কেন্দ্র করেই তার এই সফর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে নৈশভোজে অংশ নেন চোল।
বৃহস্পতিবার আবারও তাদের দুই জনের মধ্যে সাক্ষাত হবার কথা রয়েছে।
গত ২০ বছরে এই প্রথম উত্তর কোরিয়ার সবচেয়ে শীর্ষ কোনো কর্মকর্তা যুক্তরাষ্ট্রে সফর করলেন। এর আগে উত্তর কোরিয়ার সঙ্গে আগামী মাসের ১২ তারিখে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই দুই দেশের তরফ থেকে নতুন করে বৈঠকের জন্য সম্মতি জানানো হয়।
সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগে তাই দু’দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে নিউ ইয়র্ক সফর করছেন জেন কিম ইয়ং চোল।
আগামী ১২ তারিখে অনুষ্ঠিতব্য ওই বৈঠক উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতার মধ্যে প্রথম ঐতিহাসিক বৈঠক। এর আগে কিমের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের বৈঠক হয়নি।
বুধবার সন্ধ্যায় জাতিসংঘের সদর দপ্তরের কাছে অবস্থিত একটি ভবনে পৃথকভাবে পৌঁছান পম্পেও এবং জেন কিম। পম্পেও জানান তাদের নৈশভোজের এই সাক্ষাৎ চমৎকার ছিল।