কালিগঞ্জে দুই মাদকসেবীর জরিমানা
ভ্রাম্যমাণ প্রতিনিধি :
কালিগঞ্জে পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসেবনের অপরাধে আটক দুই মাদকসেবীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের শাহাজান গাইন এর ছেলে রেদওয়ান রিগান (৩০) এবং উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামের মো শোকর এর ছেলে আশরাফুল ইসলাম (৩১)। থানা সূত্রে যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে থানার উপ-পরিদর্শক নেওয়াজ মোহাম্মদ খান এর নেতৃত্বে পুলিশ দেয়া ফুটবল মাঠে অভিযান পরিচালনা করে মাদকসেবনরত অবস্থায় রেদওয়ানকে আটক করে।পৃথক অভিযানে দুপুর ১টার দিকে উজিরপুর বাজার এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় আশরাফুলকে আটক করে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুর আহম্মেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে তাদের দুইজনকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন।