হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু মেসির
অনলাইন ডেস্ক :
২০১৪ সালের বিশ্বকাপে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপাটা শেষ পর্যন্ত অধরাই থেকে গিয়েছিল। এবার রাশিয়া বিশ্বকাপে সেই অতৃপ্তি-আক্ষেপ ঘুচিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টাই নিশ্চয়ই করবেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। তার প্রস্তুতিটাও খুব দারুণভাবে করেছেন তিনি। হাইতির বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে করেছেন হ্যাটট্রিক। তাঁর দল আর্জেন্টিনাও পেয়েছে ৪-০ গোলের বড় জয়।
হাইতির বিপক্ষে প্রীতি এই ম্যাচ খেলতে নেমেই নতুন এক রেকর্ড গড়েছেন হাভিয়ের মাচেরানো। হাভিয়ের জানেত্তিকে ছাড়িয়ে তিনিই এখন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছেন। হাইতির বিপক্ষে তিনি খেলতে নেমেছিলেন নিজের ১৪৩তম ম্যাচ।
মাচেরানোর রেকর্ডগড়া ম্যাচটা শুরু হওয়ার পর অবশ্য সব আলোই কেড়ে নিয়েছিলেন মেসি। ১৭ মিনিটের মাথায় পেয়ে গিয়েছিলেন পেনাল্টি থেকে গোল করার সুযোগ। আর সেই মোক্ষম সুযোগ কাজে লাগাতে কোনো ভুল হয়নি আর্জেন্টাইন অধিনায়কের। প্রথমার্ধে অবশ্য আর কোনো গোলের দেখা পায়নি আকাশি-সাদারা।
দ্বিতীয়ার্ধে, ৫৮ মিনিটের মাথায় মেসি করেন নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোলটি। হ্যাটট্রিক পূর্ণ করতেও খুব বেশি সময় নেননি মেসি। তৃতীয় গোলটির দেখা পেয়ে যান ৬৫ মিনিটের মাথায়। দুই মিনিট পরে সার্জিও অ্যাগুয়েরোর করা গোলটিরও নেপথ্য কারিগর ছিলেন এই আর্জেন্টাইন জাদুকর।
আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। এরপর ২১ ও ২৬ জুন গ্রুপ পর্বে আর্জেন্টিনা বাকি দুটি ম্যাচ খেলবে ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে।