কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস কার্যক্রম পরিদর্শনে যুব-ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব
কামরুল হাসান,কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়া উপজেলা ন্যাশনাল সার্ভিস এর সকল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব অরুণ কুমার মণ্ডল।
বুধবার দুপুরে তিনি কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্র-১ ও ২, গার্লস পাইলট হাইস্কুল, মডেল হাইস্কুল, এবং এমআর ফাউন্ডেশন এর প্রশিক্ষণ ক্লাস পরিদর্শন করেন। এসময় তিনি প্রতিটি প্রশিক্ষণ ক্লাসে প্রায় শতভাগ প্রশিক্ষণার্থীর উপস্থিতি দেখতে পান। সে সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার সঞ্জিব কুমার, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, সমবায় অফিসার নওশের আলী, সিদ্দীক হোসেন প্রমুখ।
এর আগে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণ-ক্লাস সংক্রান্ত নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবেদন বিষয়ে তদন্ত করেন উপসচিব অরুণ কুমার মন্ডল।
ইউএনও’র অফিস রুমে তদন্তকাজ পরিচালনাকালে তিনি কথা বলেন সাংবাদিক, প্রশিক্ষণার্থী, ইউএনও ও যুব উন্নয়ন কর্মকর্তার সাথে।