আশাশুনিতে স্পন্সর ও দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার ৩ ইউনিয়নের স্পন্সর শিশু ও অপেক্ষাকৃত দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি এরিয়া প্রোগ্রামের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রতিনিধি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এপি ভারপ্রাপ্ত ম্যানেজার ডেভিট স্বপন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রোগ্রাম অফিসার মানিক হালদার, সাংবাদিক গোলাম মোস্তফা প্রমুখ। প্রকল্পের পক্ষ থেকে কাদাকাটি, দরগাহপুর ও বড়দল ইউনিয়নের ৮০ জন স্পন্সর শিশু ও অপেক্ষাকৃত দরিদ্র পরিবারকে একটি করে ১০০০ লিঃ গাজী ট্যাংক বিনামুল্যে বিতরণের কার্যক্রমের অংশ হিসাবে শ্রীধরপুর, টেংরাখালী ও যদুয়ারডাঙ্গা গ্রামের ৩০ পরিবারকে ১টি করে গাজী পানির ট্যাংক বিতরণ করা হবে।